মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও ইফাদ মোটরস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং ইফাদ মোটরসের হেড অব বিজনেস মুয়িদুর রহমান তানভির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এখন থেকে মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ সুদবিহীন তিন থেকে ২৪ মাসের কিস্তিতে ইফাদ মোটরসের পণ্য কিনতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড এডিসি মোস্তাফিজুর রহমান, হেড অব করপোরেট ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ ফারুক আহম্মেদ, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশন মো. মুকিতুল কবীর, হেড অব আইএমএলডি তপন জেমস রোজারিও এবং ইফাদ মোটরসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রবিউল হক, হেড অব কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং এম এ আজিজ এবং সিনিয়র ম্যানেজার-অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স মো. মাসুদ হোসেন মিজিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন