সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৯:৫৯ এএম

নিউইয়র্কের ক্লাবে ঝগড়া, গোলাগুলিতে নিহত ৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৯:৫৯ এএম

নিউইয়র্কে গোলাগুলিতে হতাহতের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ। ছবি- সংগৃহীত

নিউইয়র্কে গোলাগুলিতে হতাহতের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক ক্লাবে গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। বার্তা সংস্থা এপি সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিউইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ সাংবাদিকদের জানান, ক্রাউন হাইটসের ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’-এ রাত সাড়ে ৩টার দিকে ঝগড়া-বিবাদের জেরে ৩ থেকে ৪ জন বন্দুকধারী গুলি চালায়। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে ১৯ বছর বয়সি এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া ৩৫ ও ২৭ বছর বয়সি আরও দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

এই হামলা গ্যাং-সংক্রান্ত বলে ধারণা করছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহের মধ্যে নিউইয়র্ক সিটিতে এটি দ্বিতীয় গোলাগুলির ঘটনা। এর আগে, ২৯ জুলাই ম্যানহাটনের একটি অফিস ভবনে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও একজন আহত হন।

মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। আমরা চাই না শহরে সহিংসতা নিয়মিত ঘটনায় পরিণত হোক।’

এদিকে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে এবং সন্দেহভাজনদের ধরতে অভিযান অব্যাহত বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

Link copied!