নথি হস্তান্তরে ঘুষকাণ্ডে এসএ পরিবহনের মালিক সালাহউদ্দিন আহমেদ ও তার আইনজীবী ওবায়দুল সরকারের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ করে কর অঞ্চল-৫-এর সার্কেল-৯৩-এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু আয়কর নথি হস্তান্তর করন। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘুষ দিয়ে নথি হস্তান্তরের ঘটনার তদন্ত করছে এনবিআর। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংক হিসাব জব্দ ও তলব করা হয়েছে। জানা গেছে, সালাউদ্দিন তার আয়কর নথির সংশোধিত বিবরণীতে ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার সম্পদ বাড়িয়ে দেখিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন