সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ চার্জ, সার-বীজ বিক্রয় ও ঠিকাদার/ডিলার লাইসেন্স নবায়ন ফিসহ বিভিন্ন ফি ও চার্জ আদায়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি শেষে পরস্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও বিএডিসির সদস্য পরিচালক (অর্থ) সৌরেন্দ্র নাথ সাহা।