ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়ন ও বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন সম্প্রসারণের এনআরবি ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টরিয়া কলেজসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ক্যাশলেস বাংলাদেশ শীর্ষক সেমিনার, ক্যাম্পেইন ও রোডশোর আয়োজন করেছে। ১০ ও ১১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আনোয়ার উদ্দিন।