ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ওয়েব-বেইজড গ্রিনপিন সার্ভিস চালু করল জনতা ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:১৪ এএম

কার্ড হোল্ডারদের জন্য গ্রিনপিন সেবা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম, মো. নজরুল ইসলাম ও মো. আশরাফুল আলম এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।