আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা পেল দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। ধারাবাহিকভাবে ব্র্যান্ড নেতৃত্ব, ব্যাবসায়িক উৎকর্ষ ও ভোক্তাদের আস্থা অর্জনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ২০২৫-২৬ সালের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে প্রাণের সিনিয়র জেনারেল ম্যানেজার আলী হাসান, জেনারেল ম্যানেজার তোষাণ পাল, আরএফএলের হেড অব মার্কেটিং দেবাশীষ সরকার, শরীফুল ইসলাম, শফিক শাহিন এবং হেড অব ডিজিটাল এস এম রাশেদ রায়হান পুরস্কার গ্রহণ করেন।