ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

‘স্বপ্ন’ এখন আরও বড় পরিসরে বনশ্রীতে

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:৪০ পিএম

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ বনশ্রী এলাকার ডি ব্লকে এল আরও বড় পরিসরে গ্রাহকদের সেবা দেওয়ার লক্ষ্যে। গতকাল বৃহস্পতিবার স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিজিওনাল হেড অব (অপারেশনস) আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অব (অপারেশনস) কামরুজ্জামান স্বাধীনসহ অনেকে। এটি স্বপ্নের ৭৩৩তম আউটলেট। নতুন আউটলেটের ঠিকানা ও যোগাযোগ: ১৪/ক, ট্রপিক্যাল হোমস, মেইন রোড, ব্লক ডি, বনশ্রী, ঢাকা। ফোন: ০১৯০৬-৮৯৭৫৫৫।