প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইজি পেমেন্ট সিস্টেমের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়াদ্দার তানভীর ফয়সাল এবং ইজি পেমেন্ট সিস্টেমের জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন খান রাজীব। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল চ্যানেলস) এ জেড এম ফৌজ উল্লাহ চৌধুরী।