লিড ব্যাংক হিসেবে ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোগে এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহযোগিতায় সিলেট শহরের রোজ ভিউ হোটেল-এ ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক’ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনেওয়াজ এবং সভাপতি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামলকো এ এম এম মঈন উদ্দিন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন