২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ছয়টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পনসর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ২৫টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক এই অলিম্পিয়াড গত ২৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর রাশিয়ার কৃষ্ণসাগরের তীরবর্তী পর্যটন শহর সোচিতে অনুষ্ঠিত হয়। এবারও আইজেএসওতে ছয় সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে ছয়জনই পদক অর্জনের গৌরব অর্জন করেছেন। গত সোমবার কৃষ্ণসাগর তীরবর্তী এক কনভেনশন হলে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের পদক তুলে দেওয়া হয়।

