ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

প্রসূতির মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:০৫ এএম

দিনাজপুরের বীরগঞ্জে ভুল সিজারিয়ান অপারেশনের কারণে আশা রানী রায় (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে নবজাতক কন্যাসন্তানটি সুস্থ রয়েছে। এ ঘটনায় চিকিৎসকসহ ক্লিনিক স্টাফ পলাতক রয়েছেন বলে জানা গেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার একতা ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত আশা রানী রায় সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের হৃদয় চন্দ্র রায়ের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, প্রসববেদনা নিয়ে আশা রানী রায়কে একতা ক্লিনিকে ভর্তি করা হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইয়াসমিন পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত সিজারিয়ান অপারেশনের কথা জানান। বিকেল ৫টায় সিজারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরিবারের দাবি, অপারেশনের পর প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ হলেও কোনো কার্যকর চিকিৎসাব্যবস্থা নেওয়া হয়নি। পরে ক্লিনিকেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি ধামাচাপা দিতে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি, তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।