ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ডিএসইতে লেনদেন ছাড়াল ৮০০ কোটি টাকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৩:০৫ এএম

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে ধারাবাহিকভারে লেনদেনে বেড়েছে। অব্যাহতভাবে পুঁজিবাজারে দরপতনের পরে গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন উত্থানে হয়েছে। চলতি বছরের মধ্যে গতকাল সর্বোচ্চ ৮৬০ কোটি টাকার লেনদেন হয়েছে। একইসঙ্গে বেড়েছে ডিএসইর সব সূচক।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল দাম কমার তালিকায় রয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। তারপরও সিএসইর মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। গতকাল লেনদেন হয়েছে ১১ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইর ওয়েবসাইটে গতকাল দেখা গেছে, ডিএসইতে চলতি বছরে প্রথমবারের মতো ৮৬০ কোটি ৭ লাখ টাকার টাকা লেনদেন হয়েছে। যা গত বছরের ২ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ লেনদেন। ডিএসইতে গতকাল লেনদেন বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। তবে দাম কমার তালিকায় রয়েছে ২২৪টি প্রতিষ্ঠান এবং বেড়েছে মাত্র ১১৭টি কোম্পানির শেয়ারদর।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম  কমেছে। তারপরও গ্রামীণফোন ও সিটি ব্যাংকের মতো বড় মূলধনী কিছু কোম্পানির শেয়ার দাম বেড়েছে মূল্যসূচক। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেনের একপর্যায়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ৪৯ পয়েন্ট বেড়ে যায়।
বিপরীতে দাম কমেছে ২২৪টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৫টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১০৩টির দাম কমেছে এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ১৬টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৬০টির দাম কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে পচা ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬১টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৪টির দাম বেড়েছে। বিপরীতে ১৭টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৭০ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৭৫ কোটি ৯০ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৮০ লাখ টাকা। এর মাধ্যমে গত বছরের ২ সেপ্টেম্বরের পর বা সাড়ে ৯ মাসের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিলÑ বাংলাদেশ শিপিং করপোরেশন, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, লাফার্জাহোলসিম বাংলাদেশ, শাইনপুকুর সিরামিক এবং প্রাইম ব্যাংক। অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৫৯ প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২১টির এবং ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে।