ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

দুই মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬৫৭৭ কোটি টাকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:১৯ এএম

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) শুল্ককর আদায়ে ঘাটতি হয়েছে সাড়ে ছয় হাজার কোটি টাকা। আন্দোলন থেমে যাওয়ার পরও রাজস্ব আদায়ে ভালো করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রোববার গত জুলাই-আগস্টের শুল্ককর আদায়ের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে এনবিআর। সেখানে দেখা গেছে, গত জুলাই-আগস্টে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু এ সময়ে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা এবং ঘাটতি ৬ হাজার ৫৭৭ কোটি টাকা।

গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের কারণে গত অর্থবছরের বড় আকারের রাজস্ব ঘাটতি হয়। শেষ দুই মাসে কাক্সিক্ষত রাজস্ব হয়নি। আন্দোলনের নানা কর্মসূচিতে রাজস্ব আদায় বিঘœ হয়। কিন্তু জুলাই-আগস্টেও রাজস্ব আদায়ে গতি আসেনি। এনবিআরের কয়েকজন কর্মকর্তা জানান, আন্দোলনের পর এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত ও বদলি-আতঙ্ক বিরাজ করছে। রাজস্ব আদায়ে মনোযোগ কম। এনবিআরের হিসাবে, এ বছরের জুলাই-আগস্টে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাত থেকে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টম খাতে ১৭ হাজার ২৪৮ কোটি এবং আয়করে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা আদায় হয়।