ফেনীতে বন্যার পানিতে মাছ শিকার করতে যাওয়া নুরুল আলম (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুল আলম ওই এলাকার মুক্তিযোদ্ধা সাদেক কমান্ডারের ছেলে। স্থানীয়রা জানায়, গত দুই দিন ধরে জ্বর-ব্যথায় ভুগছিলেন নুরুল আলম। গত বৃহস্পতিবার একটু সুস্থতা অনুভব করে ভোর ৫টার দিকে তিনি বাড়িসংলগ্ন স্থানে মাছ শিকার করতে যান। দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত তিনি ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মাছ শিকারের স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বন্ধুয়া দৌলতপুর এলাকা থেকে মাছ শিকারে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।