শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পারভেজ খান

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৭:৪৬ এএম

নাশকতার শঙ্কায় বিশেষ সতর্কতা পুলিশের

পারভেজ খান

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৭:৪৬ এএম

পুলিশের লোগো। ছবি- সংগৃহীত

পুলিশের লোগো। ছবি- সংগৃহীত

সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচন, সার্বিক রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরাজমান অস্থিরতা, পরস্পরবিরোধী হুংকার, দেশজুড়ে বেপরোয়া চাঁদাবাজি, সীমান্ত এলাকার উত্তেজনাসহ বিভিন্ন কারণে এক অজানা আশঙ্কায় রয়েছে পুলিশ প্রশাসন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়েও নড়েচড়ে বসতে হচ্ছে তাদের। পুলিশের আশঙ্কা, যেকোনো মুহূর্তে দেশে বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

একটি গ্রুপ সহিংসতা ঘটাতে অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ পর্যন্ত গড়ে তুলেছে। খোদ পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি (স্পেশাল ব্রাঞ্চ) এই আশঙ্কা উপলব্ধি করতে পেরে সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশের বিভিন্ন ইউনিটকে সতর্কবার্তাও দিয়েছে। ডিএমপি সূত্র জানিয়েছে, রাজধানীসহ সারা দেশেই বিশেষ সতর্কতা জারি করে বিশেষ অভিযান শুরু করা হয়েছে গতকাল থেকেই। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এসবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা রূপালী বাংলাদেশকে জানান, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে তারা নিজেদের জন্য অনেকটা রেড অ্যালার্ট হিসেবে মনে করছে। এ সময়টায় যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তারা একাধিক গোয়েন্দা সূত্র থেকে জানতে পেরেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারের মাধ্যমেও একটা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে।

আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতা মাঠে না থাকলেও অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তুলে ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবের মাধ্যমে দেশ-বিদেশ থেকে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে। এ সময় সরকারি ও বেসরকারি কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, হত্যাকা-সহ নানা ধরনের বিশৃঙ্খলা কিংবা ভাঙচুরের ঘটনারও আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কা বা অবস্থার কারণেই এসবি থেকে বিভিন্ন ইউনিটকে জরুরি চিঠি দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, গত সোমবার দেশের সব বিভাগীয় পুলিশপ্রধান, মহানগর পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পুলিশ ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। এসবির রাজনৈতিক উইংয়ের ডিআইজি চিঠিটিতে স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সময়ে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উসকানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এ সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রল বাড়াতে বলা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে।

এসব বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা দেশ-বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বয়ং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও গত শনিবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময়কালে বলেছেন, পতিত শক্তি গ-গোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভ-ুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্তবড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে।

বিশেষ শাখার এই সতর্কবার্তা নিয়ে গতকাল পুলিশের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথা হলে এ প্রসঙ্গে তাদের অনেকেই মন্তব্য করতে অস্বীকৃতি জানান।  

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রূপালী বাংলাদেশকে বলেন, পুলিশের কাজই হচ্ছে আইনশৃঙ্খলাবিষয়ক যেকোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা। ঢাকা রেঞ্জের সব পুলিশ ইউনিটকে সতর্ক করা হয়েছে। কেউ পরিস্থিতির অবনতির চেষ্টা করলে সেটা কঠিনভাবে দমন করা হবে। 

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পক্ষ থেকে জারি করা চিঠি নিয়ে কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, এসবির ওই চিঠি কোনো ধারাবাহিক গোয়েন্দা রিপোর্ট নয়, বরং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে একটি সতর্কতামূলক পদক্ষেপ। এসবির কাছে কোনো গোয়েন্দা তথ্য থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই অধিকতর সতর্কতার জন্য তারা বিষয়টি আগে থেকে জানিয়েছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল দেশজুড়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারেÑ এমন শঙ্কা থেকেই গতকাল মঙ্গলবার থেকে রাজধানীসহ সারা দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এ সতর্কতা কার্যকর থাকবে ৮ আগস্ট পর্যন্ত। এ সময় রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণাও দেন তিনি।
নজরুল ইসলাম বলেন, নির্দিষ্ট করে বলা যায় না কোন এলাকায় হামলা হতে পারে। তবে যদি কোনো এলাকার নাম উল্লেখ থাকে, তাহলে সেই এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সবকিছুই সম্ভাবনার ভিত্তিতে, আর সেই অনুযায়ীই পুলিশ প্রস্তুতি নেয়।

ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গত এক বছর ধরে বিভিন্ন উসকানিমূলক তৎপরতা চলছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো আমরা মনিটর করছি। কয়েক দফা হরতাল ডাকা হলেও বাস্তবে তার প্রভাব খুব একটা পড়েনি। বরং হরতালের দিনগুলোতে যানজট বেশি ছিল।

তিনি আরও বলেন, জুলাই মাসে বিভিন্ন রাজনৈতিক দল বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে। তবে বিগত সরকারের নেতাকর্মীরা মাঠে নামবে কি না, সে বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলেও জানান তিনি।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শুধু এই সম্ভাব্য হুমকি নয়, নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরালো করতে পুলিশকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। পুলিশের অনেক ইউনিটপ্রধানের পরিবর্তন হয়েছে। ব্যাপক রদবদলও করা হয়েছে শীর্ষ পর্যায়ে। দুই দিন আগেও পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার এক কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। বিভিন্ন পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ শুরু করেছে। সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনবিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে অক্টোবর ও নভেম্বর পর্যন্ত।

Shera Lather
Link copied!