ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

শহিদ মিনারে সমাবেশ

আজ নতুন বাংলাদেশের রূপদেখা দেবে এনসিপি

এফ এ শাহেদ
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০১:৪৭ এএম

জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজ রোববার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এতে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। সমাবেশ ঘিরে দুই ধরনের প্রস্তুতি রেখেছে দলটির হাইকমান্ড। এরইমধ্যে সরকার ঘোষণাপত্র না দিলে তারা নিজেরাই ঘোষণাপত্র দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। সরকারের পক্ষ থেকে ৫ আগস্টের মধ্যে না দিলে সমাবেশ থেকেই প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানানো হয়েছে। 

গতকাল শনিবার সমাবেশ ঘিরে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে। সমাবেশ ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেন নাহিদ ইসলাম। একইসাথে, এনসিপির অনুরোধে শহিদ মিনার ছেড়ে দেওয়ায় ছাত্রদলের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।

এনসিপি আজ ফ্যাসিস্ট পতনের ‘এক দফা কর্মসূচি’ দিবসও উদযাপন করবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকের সমাবেশকে বাস্তবায়নের জন্য ব্যাপক প্রচার চালাচ্ছেন নেতাকর্মীরা। শুরুতে শুধু ঢাকার জনশক্তির অংশগ্রহণের কথা থাকলেও দেশ গড়তে জুলাই পদযাত্রার স্পিরিটকে ধরে রাখতে সারা দেশের নেতাকর্মীদেরও সম্পৃক্ত করা হচ্ছে।

ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান: এনসিপিসহ বিভিন্ন মহল থেকে দাবির পরিপ্রেক্ষিতে আগস্ট মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে এ ঘোষণা ৫ আগস্টের আগেই দেওয়ার দাবিতে গত কয়েকদিন রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল আহত জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সংগঠন। এরই মধ্যে গত ৩১ জুলাই তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির কাছে জুলাই ঘোষণাপত্রের ২৬ দফা খসড়া পাঠিয়েছে সরকার। ইতোমধ্যে দলগুলো তাদের সংশোধিত মতামত সরকারকে পাঠিয়েছে। সর্বশেষ গত শুক্রবার রাতে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম জানিয়েছেন ৫ আগস্টের মধ্যে আসছে কাক্সিক্ষত জুলাই ঘোষণাপত্র। 

দুই ধরনের প্রস্তুতি এনসিপির: জাতীয় সমাবেশ নিয়ে নাহিদ ইসলাম জানান, এক মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে ৩ আগস্ট কেন্দ্রীয় মিনার থেকে নিজেই ঘোষণা দেবেন। তবে যেহেতু সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সুতরাং সেদিকেই তাকিয়ে আছেন তারা।

গতকাল সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের লড়াই আমাদের এখনো চালিয়ে যেতে হচ্ছে। আগামীকাল (আজ) আমরা শহিদ মিনারে জুলাই পদযাত্রার পরিসমাপ্তি হবে। নতুন বাংলাদেশের ইশতেহার হবেÑ যেখানে এনসিপির পক্ষ থেকে আমরা রূপরেখা এবং কর্মসূচি ঘোষণা করব। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য।

তিনি বলেন, জুলাই পদযাত্রা মূলত বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে ছিল। পাশাপাশি আমরা জুলাই সনদের কথাও বলেছিলাম। আমরা জানতে পেরেছি সরকার আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের দাবি ছিলÑ ৫ আগস্টের মধ্যে যাতে জুলাই সনদের সুরাহা হয়। এ বিষয়ে ঐকমত্য হয়েছে, তবে কিছু কিছু জায়গায় দ্বিমত রয়েছে। 

তিনি আরও বলেন, যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে সেসব বিষয়ে এখনো ঐকমত্য কমিশনের পরিকল্পনা জানানো হয়নি। আমরা ঐকমত্য কমিশনে যে প্রশ্নটি তুলেছি এটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তবে সেটি নিয়ে কমিশন কোনো কথা বলেনি। বাস্তবায়ন পদ্ধতির সুরাহা হলে সব দল এতে সই করবে।

এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে। নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না বরং জুলাই সনদের ভিত্তিতে সংসদ বা গণপরিষদ গঠিত হবে। এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করতে হবে। তিনি আরও বলেন, আগামীকাল (আজ) এইচএসসি পরীক্ষা রয়েছে। দুই বেলা পরীক্ষার পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠনের সমাবেশ রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের শহিদ মিনারে কর্মসূচি ছিল। আমাদের অনুরোধে তারা সেখান থেকে সরে এসে শাহবাগে করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমরা তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 

নাহিদ বলেন, যেহেতু দুটি প্রোগ্রাম থাকবে সঙ্গে পরীক্ষাও থাকবে সেজন্য যানজট হতে পারে। সেক্ষেত্রে আমরা ঢাকাবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি। ৩ আগস্ট ঐতিহাসিক দিন। না হয় আমরা বন্ধের দিনে আয়োজন করতাম। তারপরও আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। তিনি আরও বলেন, এক বছরে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাক্সক্ষা ছিল তার পূর্ণতা পায়নি। এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল। জুলাই সনদের মাধ্যমে হয়তো এর আংশিক প্রাপ্তি পাওয়া যাবে।

এদিকে, এক মাস আগেই তারা নিজেদের রূপরেখা তৈরি করে রেখেছেন বলে জানান দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। তিনি বলেন, ঘোষণাপত্রের খসড়া আমরাও প্রস্তুত রেখেছি। আজকালের মধ্যে সরকার ঘোষণা না দিলে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পাঠ করবেন। অবশ্য এরই মধ্যে যেহেতু দুই উপদেষ্টা বলেছেন, সরকার ঘোষণাপত্র দেবে। সে বিষয়টিও আমাদের মাথায় আছে। দিয়ে দিলে আমরা এর বিভিন্ন দিক নিয়ে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করব। শহিদ মিনার থেকেই নির্ধারণ হবে পরবর্তী কর্মপন্থা।