রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শহিদুল ইসলাম রাজী

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ১২:২২ এএম

আইনশৃঙ্খলার উন্নতিতে পুলিশ-আনসারে বড় নিয়োগ

শহিদুল ইসলাম রাজী

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ১২:২২ এএম

পুলিশ ও আনসার। ছবি- সংগৃহীত

পুলিশ ও আনসার। ছবি- সংগৃহীত

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের ঘোষণা ইতিবাচক হলেও মাঠের রাজনীতিতে নির্বাচন ঘিরে সংশয় এখনো কাটেনি বলেই মনে করে অনেক দল। তারা বলছে, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কঠিন হবে।

তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জনগণকে আশ্বস্ত করছেন অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনও সেভাবেই তার প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য বিভিন্ন বাহিনী ও ইউনিটে ফোর্স (জনবল) বৃদ্ধি ও লজিস্টিক সাপোর্ট (যানবাহন) বৃদ্ধির দিকে নজর সরকারের।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী মোতায়েনের জন্য জরুরি ভিত্তিতে সরকার পাঁচটি ব্যাটালিয়ন আনসার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পুলিশের বিভিন্ন ইউনিটে জনবল বৃদ্ধির জন্য কাজ করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন আনসার গঠন করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব রাজিব আহমেদের গত ২৮ জুলাই সাক্ষর করা পত্রে বলা হয়, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণসহ রাষ্ট্রীয় অন্যান্য স্থাপনায় আনসার ব্যাটালিয়নের ৮৫ শতাংশ ফোর্স মোতায়েন রয়েছে। বাকি ১৫ শতাংশ ফোর্স আভিযানিক কার্যক্রম এবং বাহিনীর বিভিন্ন স্থাপনাসহ প্রশাসনিক কাজে মোতায়েন রয়েছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে ফোর্স মোতায়েন করা সম্ভব হচ্ছে না। এতে পাঁচটি ব্যাটালিয়ন জরুরি ভিত্তিতে গঠন করেছে সরকার। ওই পত্রের ওপরে ‘নির্বাচন অগ্রাধিকার’ সিল ছিল।

গত ৮ জুলাই আনসার ও ভিডিপি অধিদপ্তরের থেকে ২ হাজার ২২৫ জন কর্মকর্তা-কর্মচারীর পদ সৃজন করে পাঁচটি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব পাঠানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। পরে যাচাই-বাছাই শেষে প্রতি ব্যাটালিয়নের জন্য ৪২৫টি করে মোট ২১২৫টি পদ সৃজন করে সরকার। এতে বাহিনীতে নতুন করে ২ হাজার ১২৫টি কর্মকর্তা ও কর্মচারীর পদ সৃষ্টি হয়েছে। এ ছাড়া ৩৫টি যানবাহন ও ৪০টি অফিস নতুন করে অনুমোদন পেয়েছে বাহিনীটি। এই সৃজনকৃত শূন্য পদের জন্য ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনসার বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে আনসার বাহিনীর এক কর্মকর্তা বলেন, বাহিনীতে দুটি মহিলা এ একটি গার্ড ব্যাটালিয়নসহ ৪২টি ব্যাটালিয়ন আনসার রয়েছে। এর সঙ্গে আরও পাঁচটি ব্যাটালিয়ন যুক্ত হলে বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পার্বত্য এলাকায় ‘অপারেশন উত্তরণে’ শান্তি শৃঙ্খলায় আনসার বাহিনীর ১৫টি ব্যাটালিয়ন (৬৩৭৫ জন ফোর্স) কাজ করছে। এ ছাড়া প্রায় আট শতাধিক বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করছেন।

আনসার বাহিনীতে সৃজিত পদগুলো হলো- পরিচালক, উপপরিচালক পাঁচটি করে এবং সহকারী পরিচালক ১০টি (বিসিএস)। এ ছাড়া নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সার্কেল অ্যাডজুট্যান্ট ২০, সুবেদার ৯০, নায়েক সুবেদার ১০০, হাবিলদার ১২০, নায়েক ২০০, ল্যান্স নায়েক ৩৯০, সিপাহি ১১৮০ ও নার্সিং সহকারী ৫টি। প্রতিটি ব্যাটালিয়নের জন্য বার্ষিক বরাদ্দ ১২ কোটি, ৩৯ লাখ ৫০ হাজার ৫৯২ টাকা এবং যানবাহন ক্রয়ের জন্য ২ কোটি, ১০ লাখ ৯৫ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে সরকার। এতে আনসারের পাঁচটি ব্যাটালিয়নের কর্মকর্তা-কর্মচারীর বেতন ও ভাতার জন্য নতুন করে সরকার ৬১ কোটি, ৯৭ লাখ ৫২ হাজার ৯৬০ টাকা বরাদ্দ দিয়েছে। এ ছাড়া এসব ইউনিটের যানবাহন ক্রয়ের জন্য ১০ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার টাকা বাজেট পাস করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এখন ফাইল অর্থ মন্ত্রণালয়ে আছে। আশা করছি, খুব দ্রুত এসব কাজ সম্পন্ন হবে। অনুমোদনের পর পাঁচটি নতুন ব্যাটালিয়ন গঠনের বাজেট নিয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এসব ব্যাটালিয়ন দেশের গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত এলাকায় কাজ করবে।

পুলিশের জনবল ও যানবাহন

গাজীপুর মহানগর এলাকায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয়তা, অপরাধ বৃদ্ধি এবং নির্বাচনকে কেন্দ্র করে জরুরিভিত্তিতে ২ হাজার ৬১টি পদ সৃজন করে জনবল বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া ৯১টি যানবাহন বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে একটি প্রজ্ঞাপনে জারি করা হয়।

গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন করে দু’জন অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত ডিআইজি), ডিসি (পুলিশ সুপার) ৪, এডিসি (অতিরিক্ত পুলিশ সুপার) ১২, এসি (সহকারী পুলিশ সুপার) ৮, পরিদর্শক পদমর্যাদার ৩০, এসআই পদমর্যাদার ২১৯, এএসআই পদমর্যাদার ১৫৬, নায়েক ৭৩, কনস্টেবল ১৫২৩ ও সিভিল ৩৪টি পদ সৃজন করা হয়েছে। ২০১৬ সালে গঠিত জিএমপির মঞ্জুরি পদ রয়েছে ১১৬০টি। তবে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অতিরিক্ত নয় শতাধিক ফোর্স মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে পুলিশ।

এদিকে নির্বাচন ঘিরে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২১তম ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এপিবিএন সাংগঠনিক কাঠামোতে ২১ ব্যাটালিয়ন গঠন করতে সরকার ৩৬৯টি পদ সৃজন এবং ৫৯টি যানবাহনের বরাদ্দ দিয়েছে। গত ২০ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই অস্থায়ী পদ সৃজন করেছে সরকার। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!