ছাত্র প্রতিনিধিদের সরকারে আসার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি মনে করেন, তারা সরকারে না এসে প্রেসার গ্রুপ হিসেবে থাকতে পারত। সালাহউদ্দিন আরও বলেন, যেদিন ছাত্ররা উপদেষ্টা হলো, সেদিনই বুঝেছি এরা দেশের কোনো পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে না। গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গণতান্ত্রিক চর্চায় পৃথিবীতে একই সঙ্গে কেউ সরকারি দল ও বিরোধী দলে থাকতে পারে না। আমি তাদের সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালে হবে না, তাগিদটা তাদের অনুভব করতে হবে।’ জামায়াত নেতাদের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, ‘পত্রিকায় দেখলাম, আপনাদের এক নেতা বললেন, কে সরকারি দল হবে, কে বিরোধী দল। তাহলে এটা আপনারা নিজেরা ঠিক করে নিয়েছেন, নাকি জনগণ ঠিক করবে? এত আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন না কেন? নানা বাহানায় নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছেন কেন?’ কয়েকটি দলের পিআর দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘পিআর চাই কি না, তা নির্ধারণ করবে জনগণ। ইশতেহার দিয়ে নির্বাচনে আসুন, জনগণ চাইলে, নির্বাচিত করলে বাস্তবায়ন করুন।’
এ সময় সালাহউদ্দিন প্রশ্ন করেন, ‘আলোচনার টেবিলের বিষয়গুলো রেখে চাপ প্রয়োগের জন্য কি আপনারা রাস্তায় গেলেন? বিএনপি আলোচনার টেবিলে নিষ্পত্তি চায়। বিএনপি রাজনৈতিক চর্চার মধ্যে আছে। এর মধ্যেই থাকবে।’ তিনি বলেন, ‘যদি নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, লাভবান হবে অসাংবিধানিক শক্তি। দলীয় স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বানও জানান সালাহউদ্দিন আহমেদ।’
বিএনপি নেতা বলেন, ‘আপনারা ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই তো গণতান্ত্রিক রীতি।’