রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:১৯ পিএম

আগামী ১০ বছরে পর্যটন খাত উন্নত পর্যায়ে নেওয়ার প্রত্যয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:১৯ পিএম

আগামী ১০ বছরে পর্যটন খাত উন্নত পর্যায়ে নেওয়ার প্রত্যয়

  • জমকালো আয়োজনে শেষ হলো তিন দিনের ‘সল্ট বে’ উদ্বোধন অনুষ্ঠান 

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ভাইয়া হোটেলস্ অ্যান্ড রিসোর্টসের নতুন প্রকল্প আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ‘সল্ট বে’র উদ্বোধনী অনুষ্ঠান। দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের ইনানী বিচে নির্মিত হচ্ছে সল্ট বে হোটেলটি। ‘বিনিয়োগের নতুন দিগন্ত আত্মবিশ্বাসের নতুন ঠিকানা’ স্লোগানের মধ্য দিয়ে গত বৃহস্পৃতিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে শুরু হওয়া এ আয়োজন গতকাল শনিবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। 

সল্ট বের উদ্বোধনী অনুষ্ঠানের মতো শেষ দিনেও গ্রাহক ও দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্রাহকেরা জানান, ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ ও লাক্সারি আশ্রয়ের জন্য পাঁচ তারকা মানের সল্ট বে হোটেল একটি যুগান্তকারী উদ্যোগ। হোটেলের উদ্বোধন উপলক্ষে তিন দিনব্যাপী এই আয়োজনে ছিল ‘সল্ট বে কিড ফেস্ট ২০২৫’ শীর্ষক শিশুদের নৃত্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইয়া হোটেলস্ অ্যান্ড রিসোর্টসের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘দেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের বেশি হলেও ট্যুরিজম খাতের ভাগ্য বদলায়নি। অথচ আমাদের দেশের সমসাময়িক সময়ে স্বাধীন হওয়া দেশ সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া ট্যুরিজম খাত কত দূর এগিয়ে গেছে। আর আমরা এখনো কোথায় পড়ে আছি। তারা ট্যুরিজম খাতে তরতর করে ওপরে উঠছে আর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। অথচ ওই সব দেশে আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের আর্কিটেকচার ও আমাদের শ্রমিকেরাই কাজ করছে। আমি মনে করি, শুধু কক্সবাজারেই নয়, পুরো বাংলাদেশের মধ্যে ভালো মানের পাঁচ তারকা হোটেল হবে সল্ট বে।’

তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। চলুন এবার নতুন করে আমরা আবার শুরু করি, যাতে আগামী ৫০ বছরের মধ্যে দেশে আমাদের পর্যটন খাত ওই সব উন্নত দেশের পর্যটন খাতকে ছাড়িয়ে যেতে পারে।’

পর্যটন খাতে উন্নয়নের ক্ষেত্রে নিজের ইচ্ছা ব্যক্ত করে দেশের শীর্ষ এই উদ্যোক্তা বলেন, ‘আমার ইচ্ছা দেশের ট্যুরিজম খাতের উন্নতি করা। আমি আশাবাদী আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশে ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেলস্ অ্যান্ড রিসোর্টস দেশের পর্যটন খাতকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা ছাড়া এটা আসলেই সম্ভব নয়।’  

ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেলস্ অ্যান্ড রিসোর্টসের আরও নতুন কিছু প্রজেক্ট আসছে উল্লেখ করে মারুফ সাত্তার আলী বলেন, ‘সল্ট বের মাধ্যমে মাত্র শুরু হলো। আরও চমৎকার চমৎকার সারপ্রাইজ আসছে। আগামী বছরের ডিসেম্বরে আরও একটি প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছি, যার কাজ ইতিমধ্যেই শেষ করা হয়েছে।’
এদিকে এ আয়োজনের সমাপনী দিনে উপস্থিত গ্রাহক ও দর্শনার্থীরা জানান, আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল সল্ট বে বিনিয়োগের জন্য একটি নতুন সুযোগ উন্মোচন করেছে। পর্যটননগরী কক্সবাজারে এমন একটি হোটেল নির্মাণ পর্যটন খাতের জন্য খুশির বিষয়। একই সঙ্গে দেশের হোটেল খাতে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। বিশ্বের দীর্ঘ সমুদ্রসৈকত কক্সবাজারে আধুনিক যে হোটেল নির্মিত হচ্ছে, তা সবার জন্যই ইতিবাচক। আমরা যারা নিরাপদ বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় স্থান খুঁজি, সল্ট বে তার একটি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!