পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় টিটিপাড়ায় আন্ডারপাস নির্মাণের জন্য টিটিপাড়া-কমলাপুরগামী সড়ক অস্থায়ীভাবে বন্ধ করা হয় গত বছরের ২০ জুন। চার মাস ১০ দিন পর সড়কটি খুলে দেওয়ার কথা থাকলেও পার হয়েছে এক বছরের বেশি সময়। রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়ক দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই যেন। যাতায়াতে দুর্ভোগসহ আশপাশের সড়কে বাড়ছে যানজট। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষ হলেই খুলে দেওয়া হবে সড়কটি। দ্রুততম সময়ে সড়কটিতে যান চলাচল উন্মুক্ত করা সময়ের দাবি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন