সম্প্রতি এক জরিপের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়লাভের সম্ভাবনা ৪০ শতাংশ। অর্থাৎ জরিপে অংশ নেওয়া ভোটারদের ৪০ শতাংশ মনে করেন, বিএনপি সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল। গত ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় পরিচালিত এই জরিপ নিয়ে গতকাল সোমবার প্রতিবেদন প্রকাশ করে ইনোভিশন কনসাল্টিং। রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এই জরিপের ফল প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়। ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার প্রতিবেদন তুলে ধরেন। নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ এবং ‘বিআরএআইএন’ জরিপ পরিচালনায় সহযোগিতা করে। সারা দেশে মোট ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর এ জরিপ চালানো হয়।
জরিপের ফল অনুযায়ী, বিএনপির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। ভোটারদের ২৩ দশমিক ৩ শতাংশ মনে করছেন, আগামী সরকার গঠনের জন্য জামায়াতই যোগ্য। জরিপে অংশ ভোটারদের একটি অংশ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতিও সমর্থন জানিয়েছে। ১২ দশমিক ১ শতাংশ ভোটার আওয়ামী লীগের পক্ষে মত দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) পেয়েছে ৩ দশমিক ৮ শতাংশ সমর্থন, আর অন্যান্য দলগুলোর জন্য রয়েছে ৫ শতাংশ সমর্থন।
ইনোভিশন কনসাল্টিংয়ের পূর্বের জরিপের সঙ্গে তুলনা করলে দেখা যায়, গত মার্চ মাসে বিএনপির সমর্থন ছিল ২৯.৩ শতাংশ। ওই সময়ে জামায়াতের সমর্থন ছিল ১৭.৫ শতাংশ, আওয়ামী লীগের ৬.৩ শতাংশ এবং এসসিপির ৩.৯ শতাংশ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সরকার গঠনের জন্য সবচেয়ে সক্ষম, তা নিয়েই জরিপটি পরিচালিত হয়।
জরিপে আরও উঠে আসে যে, বাংলাদেশে নারী ভোটারদের ৬৮ শতাংশ এবং পুরুষ ভোটারদের ৪৬ শতাংশ, ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)’ বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সম্পর্কে কখনো শোনেননি কিংবা এ বিষয়ে কোনো ধারণা নেই। পুরুষ ভোটারদের মধ্যে ২৭ শতাংশ এবং নারী ভোটারদের মধ্যে ১৫ দশমিক ৫ শতাংশ ‘পিআর’ পদ্ধতি চালুর পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, ২৭ দশমিক ১ শতাংশ নারী এবং ১৬ দশমিক ৩ শতাংশ পুরুষ ভোটার বলেছেন, তারা এ ব্যবস্থার পক্ষে নন।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে পিআর-সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়েছেন পাঁচ হাজার ৬৩৯ জন পুরুষ এবং চার হাজার ৭১৯ জন নারী। সামগ্রিকভাবে, নারী-পুরুষ মিলিয়ে মোট ৫৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন’ বা পিআর পদ্ধতি সম্পর্কে কিছুই জানেন না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন