পিরোজপুরের কাউখালীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আল-আমিন সিকদার (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ওই কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রোববার (১২ অক্টোবর) সকালে কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের শীর্ষা গ্রামের মো: রশিদ সিকদারের ছেলে আল আমিন সিকদার প্রতিবেশী ওই কিশোরীকে একা পেয়ে পান খাওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় কিশোরীর ডাক চিৎকারে লোকজন আসলে আল আমিন দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কাউখালী থানার ওসি মো. সোলাইমান হোসেন জানান, ধর্ষণচেষ্টাকারীকে আটক করে বিকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ভিকটিমকে যখন থানায় আনা হয় তখন খুব কান্নাকাটি করেছিল, কথা বলতে পারছিলেন না এবং তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল। ধ্বস্তাধস্তি ও ধর্ষনচেষ্টার সকল আলামত স্পষ্ট ছিলো। ন্যায় বিচারের স্বার্থে ক্ষতিগ্রস্ত পরিবারকে সকল প্রকার আইনি সহায়তা দেয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন