ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন ধার্য হবে আগামী ১৩ নভেম্বর।
গতকাল বৃহস্পতিবার এই মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
এদিন আদালতে সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১৪০০ ছাত্র-জনতাকে হত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার হুকুম বাস্তবায়নের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জড়িত থাকার বিষয়টি প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে বলে সমাপনী বক্তব্যে উল্লেখ করেন তারা। এ জন্য এ দুই আসামির সর্বোচ্চ শাস্তির জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর।
তবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের দাবি, তার আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। ন্যায়বিচার হলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেন বলেও প্রত্যাশা করেন তিনি। এদিকে জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল নির্বাচনের আগেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার শেষ করার দাবি জানিয়ে আসছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন