ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ঢাকার বাইরেও আগুন-নাশকতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন স্থানে  আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে। তবে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি, জামায়াত, এনসিপিসহ তাদের অঙ্গ সংগঠনের নেতকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন। ভার্চুয়ালি এই লকডাউন ঘোষণা করা হলেও ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুর ছাড়া কোথাও খুব একটা প্রকাশ্যে বিক্ষোভ-সমাবেশ করতে দেখা যায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদের। ভাঙ্গায় পাঁচ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধের পাশাপাশি মাদারীপুরে সড়কে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এ ছাড়া দেশের বেশ কয়েকটি স্থানে চলন্ত বাসসহ যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংক ও গণপূর্ত অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ, খুলনা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্রজনতা। বরগুনায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন ও গাছ ফেলে নাশকতার চেষ্টা করা হয়েছে। বিস্তারিত রূপালী বাংলাদেশের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে।

ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবরোধের কারণে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে লাগেজভর্তি ৩২টি পেট্রলবোমা উদ্ধার করেছে থানার পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ¦ালিয়ে এই মহাসড়ক অবরোধ করেন। এ সময় কয়েকশ নারী-পুরুষের পাশাপাশি অন্তত ১০ থেকে ১২ জন শিশুকেও হেলমেট মাথায় ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। এমনকি এক শিশুকে হাতে রামদা নিয়ে স্লোগান দিতেও দেখা গেছে। এতে উভয় পাশে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং ধীরে ধীরে তারা সড়ক থেকে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা সরানো শুরু করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। যান চলাচল স্বাভাবিক হলে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। তারা অবরোধে অংশ নেওয়া সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আরিফুর রহমান ওরফে পথিক তালুকদারকে আটক করে ভাঙ্গা থানায় হস্তান্তর করে।

মাদারীপুরে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ :

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে টায়ার জ¦ালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের হাতে ‘১৩ তারিখ লকডাউন সফল হোক’ লেখা মাদারীপুর জেলা ছাত্রলীগের একটি ব্যানার দেখা যায়। এর আগে রাত সাড়ে ৭টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বিজনেস সেন্টারে পরাপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে জেলাজুড়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বরগুনায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ :

বরগুনার জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। স্মৃতিস্তম্ভটিতে আগুন নিক্ষেপ করার ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বুধবার মধ্যরাতে বরগুনার সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

বরগুনা সদরের ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ বিষয়ে জড়িতদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা :

ঝিনাইদহ শহরের স্বাধীনতা চত্বরে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ শেষে শহরের শহিদ মিনারসংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এর আগে গত বছরের জুলাই বিপ্লব চলাকালে ৫ আগস্ট ‘এক তর্জনী’ স্তম্ভটি ভাঙচুর করা হয়। তবে স্তম্ভটির কিছু অংশ অবশিষ্ট ছিল। সেই অবশিষ্ট অংশ আজ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে।

চলন্ত বাসসহ পাঁচ স্থানে যানবাহনে আগুন :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‘বাংলা স্টার’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যশোর শহরের উপশহর পার্ক-সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা ‘রাহিন স্পেশাল’ নামে একটি বাসে গতকাল বৃহস্পতিবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশে থাকা বস্তিবাসী।

এ ছাড়া ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঝুটবোঝাই থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ট্রাকে থাকা প্রায় ২ লাখ টাকার মালামাল। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি-না, বলা কঠিন। তবে একটি ট্রাকে আগুন লেগেছে।’

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংক ও গণপূর্ত অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি অফিসে পেট্রো বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গোপালগঞ্জ সদর থানার ওসি শাহ আলম বলেন, ‘রাত ২টার দিকে কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে উলপুর গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ ছাড়া গোপালগঞ্জে গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় অফিস কম্পাউন্ডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়।’

গণপূর্ত অফিসের নিরাপত্তাকর্মী আব্দুল রাহিম বলেন, ‘ভোররাতে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ সময় গণপূর্ত অফিসে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে গণপূর্ত অফিসের কর্মচারীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলেন।’

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুন : খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুনের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা দুটি প্লাস্টিকের বোতলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে। এতে কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নাশকতার চেষ্টা :

ফেনীতে রাতের আঁধারে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে বিষয়টি তাৎক্ষণিক রেলওয়ের প্রকৌশল বিভাগের নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে রেলওয়ের নিয়মিত টহল দল শহরতলির আলোকদিয়াসংলগ্ন মহেশপুর এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি দেখতে পায়। তাৎক্ষণিক সেগুলো সরিয়ে নেওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘœ ঘটেনি।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন বলেন, রেলওয়ে প্রকৌশল বিভাগের টহল দলের নজরে আসার সঙ্গে সঙ্গে গাছের গুঁড়ি সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই রেলপথে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। রাত সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। তবে আগুনে রেললাইনের কোনো ক্ষতি হয়নি।