ধরুন, রাতে কাউকে মেসেজ করার কথা। কিন্তু কাজের চাপে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এখন আর ভাবতে হবে না এ নিয়ে। ব্যবহারকারীদের জন্য ‘শিডিউল মেসেজ’ সুবিধা এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম। এর সুবিধা নিয়ে ভবিষ্যতে পাঠানোর জন্য মেসেজ তৈরি করে রাখতে পারবেন আপনার সুবিধাজনক সময়েই।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করা যায়—
>> ইনস্টাগ্রামে আপনার একাউন্টে লগ-ইন করে আপনার মেসেজের ইনবক্সে যান;
>> নিউ মেসেজ বক্সে মেসেজ ট্যাপ করে মেসেজ লিখুন;
>> যাকে মেসেজ পাঠাতে চান, তার তথ্য টাইপ করুনঃ
>> সবশেষে সেন্ড বোতামটি চাপুন এবং ধরে রাখুন।
এবার একটি সময়সূচি মেন্যু প্রদর্শিত হবে। বার্তাটি পাঠানোর জন্য পছন্দসই তারিখ ও সময় নির্বাচন করুন। আপনার নির্ধারিত বার্তাটি চূড়ান্ত করতে ফাইনালাইজড অপশনে ট্যাপ করুন।
এরপর একবার নির্ধারিত হয়ে গেলে, একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এই বিজ্ঞপ্তিই নিশ্চিত করবে যে, বার্তাটি নির্দিষ্ট সময়ে বিতরণের জন্য তালিকায় রয়েছে। মেসেজ শিডিউল করার পর যদি সেটি পরবর্তীতে না পাঠাতে চান, তাহলে একই জায়গায় এসে শিডিউল মেসেজ কমান্ড বাতিলও করতে পারবেন।
আপনার মতামত লিখুন :