ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সবসময়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে। এই বিতর্ক নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে ফেসবুক। অভিযোগ উঠেছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ফেসবুক স্মার্টফোনে থাকা সব ছবি দেখতে পাচ্ছে। আর এর সূত্রপাত হয়েছে অ্যাপের ভেতরে থাকা একটি নতুন সেটিংস থেকে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানায়, অনেক ব্যবহারকারী হঠাৎ ফেসবুক অ্যাপে একটি নোটিশ পান। সেখানে বলা হয়, ক্যামেরা রোলের ছবি ফেসবুককে দেখতে দিলে মেটা এআই ছবিগুলো থেকে বিভিন্ন ‘ক্রিয়েটিভ আইডিয়া’ সাজেস্ট করতে পারবে। বিষয়টি শোনার পর স্বাভাবিকভাবেই অনেকেই শঙ্কিত হয়ে পড়েন। প্রাইভেসি সেটিংসে দেখা গেছে, এ-সংক্রান্ত দুটি টগল রয়েছে। একটি চালু থাকলে ফেসবুক আপনার ক্যামেরা রোল থেকে ছবি দেখার ভিত্তিতে সাজেশন দেবে। আরেকটি চালু থাকলে মেটা এআই ছবিগুলো সম্পাদনা ও কিউরেট করার সুবিধা পাবে।
অভিযোগ হচ্ছে, ব্যবহারকারীরা অনুমতি না দিলেও কিছু ক্ষেত্রে এই টগলগুলোর অন্তত একটি ডিফল্টভাবে চালু হয়ে থাকে। অর্থাৎ, ব্যবহারকারী না জানলেও তাদের ফোনের ছবি এআই সিস্টেমে প্রবেশ করতে পারে। অভিযোগের বিষয়ে মেটা জানিয়েছে, এটি এখনো পরীক্ষামূলক একটি ফিচার। চাইলে ব্যবহারকারীরা যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন। কোম্পানির দাবি, এআই সাজেশন কেবল ব্যবহারকারীর জন্যই দৃশ্যমান থাকে। অন্য কেউ এই ছবিগুলো দেখতে পারে না এবং ছবিগুলো শেয়ারও হয় না। তবে অনেক বিশেষজ্ঞের মতে, গোপনে টগল চালু থাকা কিংবা অনুমতি ছাড়া ছবি স্ক্যান করার অভিযোগ ব্যবহারকারীর আস্থায় বড় ধরনের ধাক্কা দিতে পারে।
ক্যামেরা রোল শেয়ারিং সাজেশন বন্ধের উপায়
আপনি যদি না চান ফেসবুক আপনার ছবিগুলোতে প্রবেশাধিকার পাক, তাহলে সহজেই সেটিংস থেকে এটি বন্ধ করতে পারবেন। উপায়টি হলো-
১. ফেসবুক অ্যাপ খুলে ডান পাশে থাকা মেন্যু আইকনে ট্যাপ করুন।
২. সেখান থেকে ঝবঃঃরহমং ্ চৎরাধপু অপশনে যান।
৩. এবার ঝবঃঃরহমং এ ট্যাপ করে চৎবভবৎবহপবং অপশন খুঁজুন।
৪. নিচে স্ক্রল করলে পাবেন ঈধসবৎধ জড়ষষ ঝযধৎরহম ঝঁমমবংঃরড়হং।
৫. সেখানে গিয়ে এবঃ ঈধসবৎধ জড়ষষ ঝঁমমবংঃরড়হং যিবহ ুড়ঁ ধৎব নৎড়ংিরহম ঋধপবনড়ড়শ অপশনের পাশে থাকা টগল বন্ধ করুন।
ব্যবহারকারীর সতর্কতা
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রায়ই নতুন ফিচার পরীক্ষা করে থাকে। তবে সেটি ব্যবহারকারীর গোপনীয়তার সঙ্গে সরাসরি সম্পর্কিত হলে সচেতন থাকা জরুরি। তাই নিয়মিত ফেসবুক অ্যাপের সেটিংস পরীক্ষা করা এবং প্রাইভেসি কন্ট্রোল নিজের মতো করে সাজানোই হতে পারে নিরাপদ থাকার সবচেয়ে সহজ উপায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন