রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল-পরকালীন কল্যাণ নিশ্চিত করতে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতিটি কথা, কর্ম ও জীবনাদর্শ মুসলমানদের জন্য অবশ্যই অনুসরণীয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি তার বাণীতে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, আজ সেই মহিমান্বিত দিন, যেদিন আল্লাহর শেষ রাসুল হজরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আগমন করেছিলেন। তার আগমন মানবজাতির জন্য এনেছিল রহমত, শান্তি ও মুক্তির বার্তা।
তিনি আরও বলেন, তৎকালীন আরব সমাজে অন্যায়, অসত্য ও অন্ধকার দূর করে মানুষকে আলোর পথে এনেছিলেন মহানবী (সা.)। মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত পবিত্র কোরআনের মাধ্যমে তিনি তাওহীদ প্রতিষ্ঠার গুরু দায়িত্ব পালন করেন। নানা প্রতিকূলতা মোকাবিলা করে অসীম ধৈর্য, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন ত্যাগের মাধ্যমে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেন এবং বিশ্বব্যাপী কোরআনের মর্মবাণী ছড়িয়ে দেন।
রাষ্ট্রপতি বলেন, মহানবী (সা.) ন্যায় ও সাম্যের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করেছেন। তিনি মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা রক্ষা ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। তাই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নবীর প্রতিটি আদর্শই মুসলমানদের জীবনে অনুসরণ করা জরুরি।
শেষে তিনি দোয়া করে বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের সবার জীবন আলোকিত করুক। আল্লাহ আমাদের তার আদর্শ অনুসরণ করে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দিন। আমিন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন