শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৫:৪৯ এএম

কোডিং অ্যাপসহ এল গুগলের নতুন এআই মডেল ‘জেমিনাই ৩’

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৫:৪৯ এএম

কোডিং অ্যাপসহ এল গুগলের নতুন এআই মডেল ‘জেমিনাই ৩’

গুগল তাদের ফাউন্ডেশন মডেল জেমিনাই ৩ প্রকাশ করেছে। মডেলটি এখন জেমিনাই অ্যাপ এবং এআই সার্চ ইন্টারফেসে ব্যবহারের জন্য উন্মুক্ত। জেমিনাই ২.৫ প্রকাশের সাত মাস পর গ সপ্তাহে এ মডেলটি এল। গুগলের দাবি, এটি তাদের সবচেয়ে কর্মক্ষম এলএলএম এবং বাজারে বিদ্যমান শক্তিশালী এআই মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে প্রস্তুত। উন্মোচনের এক সপ্তাহেরও কম সময় আগে কোম্পানিটির প্রতিদ্বন্দ্বী ওপেনএআই প্রকাশ করেছে জিপিটি ৫.১ এবং দুই মাস আগে অ্যান্থ্রপিক মুক্তি দিয়েছে সনেট ৪.৫।

গুগল বলছে, মডেলটির গবেষণাভিত্তিক সংস্করণ ‘জেমিনাই ৩ ডিপথিংক’ শিগগিরই ‘গুগল এআই আল্ট্রা’ গ্রাহকদের কাছে দেওয়া হবে। অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষার ধাপ সম্পন্ন হওয়ার পর পরই এটি উন্মুক্ত করবে গুগল।

গুগলের জেমিনাই মডেলের প্রোডাক্ট প্রধান তুলসি দোশি বলেন, ‘জেমিনাই ৩ যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখাচ্ছে। মডেলটি আগের তুলনায় বেশি গভীর ও সূক্ষ্ম প্রতিক্রিয়া দিচ্ছে।’

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, ‘ইন্ডিপেনডেন্ট বেঞ্চমার্কে’ও এ অগ্রগতির প্রতিফলন পাওয়া গেছে। ‘হিউম্যানিটিজ লাস্ট এক্সাম’ বেঞ্চমার্কে জেমিনাই ৩ পেয়েছে ৩৭.৪ যা এ পর্যন্ত সর্বোচ্চ স্কোর। আগের রেকর্ডটি ছিল জিপিটি ৫ প্রো-এর। মডেলটির স্কোর ছিল ৩১.৬৪। গুগলের মডেলটি মানুষ দিয়ে পরিচালিত সন্তুষ্টিমূলক মূল্যায়ন এলএমএরেনাতেও শীর্ষে উঠেছে।

গুগলের তথ্য অনুযায়ী, জেমিনাই অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬৫ কোটির বেশি এবং এক কোটি ৩০ লাখ সফটওয়্যার ডেভেলপার তাদের কাজের অংশ হিসেবে জেমিনাই মডেল ব্যবহার করেছেন।

মডেলটির সঙ্গে গুগল নতুন কোডিং ইন্টারফেস ‘গুগল অ্যান্টিগ্র্যাভিটি’ উন্মোচন করেছে। এটি জেমিনাইভিত্তিক মাল্টি-পেন এজেন্টিক কোডিং যার কাঠামো ‘ওর্প’ ও ‘কার্সর ২.ও এর মত অন্যান্য এজেন্টিক আইডিই-এর অনুরূপ।

অ্যাপটিতে চ্যাটজিপিটি ধাঁচের একটি প্রম্পট উইন্ডো, একটি কমান্ড-লাইন ইন্টারফেস এবং একটি ব্রাউজার উইন্ডো রয়েছে যেখানে কোডিং এজেন্ট করা পরিবর্তনের প্রভাব সঙ্গে সঙ্গে দেখা যায়।

ডিপমাইন্ডের সিটিও কোরাই কাভুকচোগ্লু বলেন, ‘এজেন্টটি ব্যবহারকারীর এডিটর, টার্মিনাল এবং ব্রাউজারের সঙ্গে সমন্বয়ে কাজ করতে পারে যা অ্যাপ্লিকেশন উন্নয়নের প্রক্রিয়াকে সহজ করে।’

রূপালী বাংলাদেশ

Link copied!