রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১২:০১ এএম

কার্বন ডাই-অক্সাইড থেকে প্রোটিন, পশুখাদ্যে নবযুগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১২:০১ এএম

কার্বন ডাই-অক্সাইড থেকে প্রোটিন, পশুখাদ্যে নবযুগ

চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এমন এক প্রোটিনকে নতুন পশুখাদ্য হিসেবে অনুমোদন দিয়েছে যা প্রোটিনের প্রচলিত উৎসÑ প্রাণী বা উদ্ভিদ থেকে এই খাবার তৈরি হবে না। বায়োইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড থেকে আসবে এই প্রোটিন। চীনের এই আবিষ্কার পশুখাদ্যে নতুন যুগের সূচনার পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, এই ‘নতুন যুগের সূচনা’ পশুখাদ্যের সংকট মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে ও কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে। গত বৃহস্পতিবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি’র প্রতিবেদনে বলা হয়, বেইজিংভিত্তিক বায়োটেক প্রতিষ্ঠান জিটিএলবি ‘ইয়ারোইয়া লিপোলাইটিকা ইস্ট প্রোটিন’ নামের এই পশুখাদ্য উৎপাদন করেছে।
প্রোটিনটি বায়ো-ফারমেন্টেশন প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন হয়। এই প্রযুক্তি কয়লাভিত্তিক রসায়ন, প্রাকৃতিক গ্যাস রসায়ন ও ইস্পাত উৎপাদন শিল্প থেকে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে। পরে তা উচ্চ পুষ্টিগুণসম্পন্ন ‘ইস্ট’ প্রোটিনে রূপান্তরিত হয়।
এতে আরও বলা হয়, প্রচলিত কৃষি ও মৎস্য উৎপাদন পদ্ধতির তুলনায় এই প্রযুক্তি পশুখাদ্য প্রোটিন উৎপাদনের ক্ষমতা হাজার গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম। যেমন, মাত্র ১০ হেক্টর জমির একটি ইস্ট প্রোটিন কারখানা প্রতি বছর এক লাখ টন উচ্চমানের ইস্ট প্রোটিন উৎপাদন করতে পারে। এটি প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে উৎপাদিত সয়া প্রোটিনের সমতুল্য।
পুষ্টিগুণের দিক থেকে ইস্ট প্রোটিনে উচ্চমাত্রায় প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড আছে। এর বণ্টন অত্যন্ত সুষম ও খাওয়ার উপযোগী। এ ছাড়া এতে ট্রেস এলিমেন্ট ও পলিস্যাকারাইডের মতো উপকারী উপাদানও রয়েছে। নতুন এই প্রযুক্তি আরও টেকসই ও সম্পদ-সাশ্রয়ী পশুখাদ্য প্রোটিন সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সহায়তা করতে পারে। এটি জমিনির্ভর ফসল, যেমন- সয়া ও সামুদ্রিক সম্পদ, যেমন- ফিশমিলের ওপরও নির্ভরতা কমিয়ে আনবে। চীন বর্তমানে প্রোটিনযুক্ত পশুখাদ্যের সংকটে ভুগছে। পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে চীনে মোট প্রোটিনসমৃদ্ধ পশুখাদ্যের ব্যবহার ছিল প্রায় ৭০ মিলিয়ন টন। এর ৮০ শতাংশের বেশি আমদানি করা হয়।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!