সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে নতুন যে আইন এসেছে, তা কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে যেসব বড় বড় ইস্যু ছিল, সেগুলোর ক্ষেত্রে সংবাদ প্রতিষ্ঠান হিসেবে সত্যিকার অর্থে দায়িত্বশীল সাংবাদিকতা করেছে কি না, আজকে অনেকে প্রতিবাদ করে বলছে ‘দোসর’, সেটা তো ওই ব্যর্থতার কারণে। তিনি বলেন, যে রিপোর্টগুলো হয়েছে, সেগুলোর বিষয়ে আমরা কি কেউ নিজস্ব নিরীক্ষা করেছি? করিনি। এটা (নিজস্ব নিরীক্ষা) বাইরে প্রচুর হয়। গতকাল শনিবার সকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার’ ও ‘বিবিসি অ্যাকশন মিডিয়া’ যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
আপনার মতামত লিখুন :