টানটান উত্তেজনায় শেষ হতে চলেছে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর এবারের আসর। শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে বিশ্বের চার প্রান্তের চার জায়ান্ট ক্লাব: ইংল্যান্ডের চেলসি, ব্রাজিলের ফ্লুমিনেন্স, স্পেনের রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্সের পিএসজি।
আগামী ৮ ও ৯ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনালের হাইভোল্টেজ লড়াই। আর ১৪ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা ফয়সালার চূড়ান্ত লড়াইয়ে নামবে বিজয়ী দলগুলো।
এদিকে কোয়ার্টার ফাইনালে ঘটে গেছে বেশকিছু অঘটন। বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি শ্বাসরুদ্ধকর ম্যাচে বিদায় করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ আরেক জার্মান পরাশক্তি বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে। বাকি দুই কোয়ার্টার ফাইনালে জয় তুলে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি এবং ব্রাজিলের ফ্লুমিনেন্স।
প্রথম সেমিফাইনালে আগামী ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে ফ্লুমিনেন্স এবং চেলসি।
এক দিন পর ৯ জুলাই, ফুটবলপ্রেমীরা উপভোগ করতে পারবেন বহু প্রতীক্ষিত রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি মহারণ। এরপর ১৪ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।
এই চার দলের মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হলো রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার এই শিরোপা ঘরে তুলেছে লস ব্লাঙ্কোসরা।
চেলসি একবার, ২০২১ সালে, এই টুর্নামেন্ট জিতেছে। তবে, পিএসজি এবং ফ্লুমিনেন্স এখনো পর্যন্ত ক্লাব বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখেনি।
তাই, এবারের আসরে একটি নতুন চ্যাম্পিয়নও পেয়ে যেতে পারে ফিফা ক্লাব বিশ্বকাপ। কে হাসবে শেষ হাসি, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
আপনার মতামত লিখুন :