নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে বিজলী আক্তার আমেনা (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামী নিজেই থানায় আত্মসমর্পণ করেন।
শনিবার (৫ জুলাই) রাতে বন্দরের এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিজলী আক্তার আমেনা কুমিল্লার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন অভিযুক্ত ইমরান হোসেনকে।
নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার জানান, ‘প্রেমের সম্পর্কের পর প্রায় ৯ মাস আগে বিজলী ও ইমরানের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়েও প্রায়ই কলহ হতো। শনিবার রাতে ইমরানের মোবাইল ফোনে বিজলী তার ভাগ্নির সঙ্গে কথা বলছিলেন। এ সময় ইন্টারনেটের ডেটা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ইমরান ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন।’
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, ‘পারিবারিক কলহের জেরে গৃহবধূ বিজলীকে কুপিয়ে হত্যার পর ঘাতক স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন