রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১২:৪৯ পিএম

সিলেটে চলছে কর্মবিরতি, স্থবির পণ্য পরিবহন কার্যক্রম

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১২:৪৯ পিএম

৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট।        ছবি- সংগৃহীত

৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট। ছবি- সংগৃহীত

সিলেটে শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে জেলার সর্বত্র পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সব মালিক-শ্রমিক একত্র হয়ে যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নিয়েছেন।

ছুটি ও আশুরার দিনে ধর্মঘট পালনে মতবিরোধের মাঝেই সকাল ৬টা থেকে সিলেট জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট। সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সর্বত্র সর্বাত্মক ধর্মঘট পালন হতে দেখা যায়।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, পাথরকোয়ারি ও বিভিন্ন গাড়ি বাজেয়াপ্ত করার বিষয় নিয়ে জেলা প্রশাসক যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেগুলোর প্রতিবাদ জানাই। তিনি (জেলা প্রশাসক) সিলেটের মানুষকে সেবা দিতে এসে উল্টো পরিবহন ও শ্রমিকদের পেটে লাথি মারছেন। তাই আমরা জেলা প্রশাসকের অপসারণের দাবি জানিয়েছি।

দিলু মিয়া বলেন, সিলেট জেলার সব মালিক-শ্রমিক এক হয়ে এই আন্দোলনে নেমেছেন। তিনি আরও জানান, দাবি আদায় না হলে ৪৮ ঘণ্টার কর্মবিরতির পর সিলেট জেলার সব গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (২ জুলাই) দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ৫ দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এগুলো হচ্ছে, পাথরকোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথরবাহী ট্রাক আটকের ঘটনা বন্ধ, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ, বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ (মূলত: জেলা প্রশাসকের অপসারণের দাবির পরিবর্তে এই নতুন দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে)। 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!