সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১১:৫৪ পিএম

বললেন নাহিদ ইসলাম বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১১:৫৪ পিএম

বললেন নাহিদ ইসলাম বাংলাদেশে নতুন করে  ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে ঝালকাঠিতে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ইদানীং রাজনীতিতে একটি নতুন ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনাবিরোধী। আমরা এ সংস্কৃতির পরিবর্তন চাই।’
‎এর আগে পিরোজপুরের কর্মসূচি শেষ করে রাজাপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর এনসিপির কেন্দ্রীয় নেতারা ঝালকাঠির উদ্দেশে রওনা হন। প্রথমে তারা কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা পরিদর্শন করেন এবং তার কবর জিয়ারত করেন। এরপর শহরের ফায়ার সার্ভিস মোড় হয়ে প্রধান সড়কে শোভাযাত্রার পরিকল্পনা থাকলেও ছাত্রদের বাধার মুখে ভিন্ন রুটে তা পরিচালনা করতে হয়।
‎প্রথমে শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে পথসভা করার কথা থাকলেও অন্তত দুটি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা শোভাযাত্রার পথরোধ করেন। পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত কাপড়িয়াপট্টি এলাকার একটি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন এনসিপি নেতারা।
‎সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার করে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’
‎ঝালকাঠির পথযাত্রা ও পথসভায় যোগ দেওয়ার জন্য অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং পুনরায় আসার অঙ্গীকার করেন এনসিপি নেতা।
‎সমাবেশে আরও বক্তব্য দেন, দলটির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সামান্তা শারমিন, ডাক্তার মাহমুদা মিতু ও মশিউর রহমানসহ অনেকে।
পিরোজপুরে সমাবেশ: বিকেলে ঝালকাঠির সমাবেশে যাওয়ার আগে গতকাল দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, দেশে খুব শিগগিরই একটি শক্তিশালী গণআন্দোলন শুরু হবে। তিনি বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। যদি এনসিপির কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘একসময় মাত্র কয়েকজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিলাম, আজ লাখো মানুষ আমাদের পাশে। হাসিনার পতন ঘটানোর মতো শক্তি আমাদের আছে।’
গণঅভ্যুত্থান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা দেশের সংস্কার, বিচার ও নতুন সংবিধান চেয়েছিলাম। কিছু পক্ষ আমাদের বিরোধিতা করেছে, তবু সেই শক্তি এখনো আমাদের সঙ্গে রয়েছে।’
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা প্রসঙ্গেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ‘সীমান্ত হত্যা বন্ধ না হলে আমরা সীমান্ত অভিমুখে লংমার্চসহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।’
এর আগে এনসিপির পদযাত্রাটি সার্কিট হাউস এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রবল বর্ষা উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। পথসভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও শৃঙ্খলা।
সমাবেশ পরিচালনা করেন জেলা প্রধান সমন্বয়কারী মশিউর রহমান। অন্যান্য বক্তার মধ্যে ছিলেন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, ফয়সাল মাহমুদ শান্ত, নাজমুল ইসলাম সোহাগ, মাহাবুবুল আলম নাঈম প্রমুখ।
সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বলেন, দেশের জনগণ আজ নতুন নেতৃত্ব ও নতুন কাঠামোর দাবি করছে। এনসিপি সেই পরিবর্তনের লড়াই চালিয়ে যাবে বলেও তারা ঘোষণা দেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!