শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০২:৪৭ এএম

এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি ৩৭.৫৮ শতাংশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০২:৪৭ এএম

এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জন  হয়নি ৩৭.৫৮ শতাংশ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে রাজস্ব আদায় করেছে ৪৩ হাজার ৯২ কোটি টাকা। যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ হাজার ৯৪৭ কোটি টাকা কম। যদিও অর্থবছরের শেষ মাস জুনে আদায়ের লক্ষ্য ছিল ৬৯ হাজার ৩৯ কোটি টাকা। 

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের কারণে লক্ষ্যমাত্রার ৩৭ দশমিক ৫৮ শতাংশ অর্জন করতে পারেনি এনবিআর। আগের অর্থবছরের জুনের তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা। এনবিআরের সর্বশেষ প্রতিবেদন থেকে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

এদিকে, গতকালও তিনজন কর পরিদর্শক, ৫ জন উপকর কমিশনার এবং একজন গাড়িচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘বদলির আদেশ অবজ্ঞা প্রকাশপূর্বক ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করায় তাদের বরখাস্ত করা হয়েছে। তবে সাময়িক বরখাস্ত হওয়ায় বিধি অনুযায়ী খোরপোশ ভাতা তারা পাবেন বলে জানিয়েছে এনবিআর।   
তারা হলেনÑ আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিটের আবদুল্লাহ আল মামুন, কর অঞ্চল-৬-এর কর পরিদর্শক রুহুল আমিন এবং কর অঞ্চল-২-এর কর পরিদর্শক লোকমান আহমেদ।

আদেশ অনুসারে পাঁচজন উপকর কমিশনারের বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীদের সমর্থন করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি চাকরি আইন ২০১৮-এর ৩৯(১) ধারা অনুসারে তাদের এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তারা সাময়িক বরখাস্তকালীন বিধিমোতাবেক খোরপোষভাতা প্রাপ্য হবেন।

এদিকে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের কারণে জুন মাসে রাজস্ব আদায়ে কিছুটা বাধাগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিলেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে তথ্য বলছে, কিছুটা নয়, আন্দোলনের কারণে বড় ধরনের রাজস্ব আদায়ে ব্যর্থ হয়েছে এনবিআর। আন্দোলনের কারণে কী পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে এরই মধ্যে গত সোমবার আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।

অর্থবছরের শেষ মাস জুনে রাজস্ব আদায়ের চাপ বাড়ে। ২০২৩-২৪ অর্থবছরের জুনে ৫৩ হাজার ৪৬ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। এ হিসাবে আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে ৯ হাজার ৯৫৫ কোটি টাকা কম আদায় হয়েছে। এ মাসে নেতিবাচক প্রবৃদ্ধি ১৮ দশমিক ৭৭ শতাংশ। বিগত অর্থবছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, আদায় হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকার রাজস্ব। অর্থাৎ লক্ষ্যমাত্রার ৯২ হাজার ৬২৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়নি বা ১৯ দশমিক ৯৮ শতাংশ আদায় করা যায়নি।

রাজস্ব ব্যবস্থার সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ দাবিতে কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। মে মাসের ধারাবাহিকতায় জুন মাসের শেষ সপ্তাহে কর্মসূচি পালিত হয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে। ২৮ ও ২৯ জুন কমপ্লিট শাটডাউন পালন করা হয়। পরে ২৯ জুন ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার করে পরিষদ।

জুন মাসের পরিসংখ্যান বলছে, আমদানি, ভ্যাট ও আয়কর তিন খাতেই নেতিবাচক প্রবৃদ্ধি ছিল বিগত অর্থবছরের শেষ মাসে। জুন মাসে ১১ হাজার ২৬০ কোটি টাকার আমদানি শুল্ক অর্জনের লক্ষ্যমাত্রা ছিল, আদায় হয়েছে ৭ হাজার ৩৬৪ কোটি টাকা। নেতিবাচক প্রবৃদ্ধি ১৯ দশমিক ৮৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের জুনে এ খাত থেকে আদায় হয়েছে ৯ হাজার ১৮৮ কোটি টাকা।

একইভাবে ২৬ হাজার ৮৮ কোটি টাকার আমদানি ভ্যাট অর্জনের লক্ষ্যমাত্রা থাকলেও, আদায় হয়েছে ১৪ হাজার ২১৪ কোটি টাকা। নেতিবাচক প্রবৃদ্ধি ৩০ দশমিক ১৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের জুন মাসে এ খাত থেকে আদায় হয়েছে ২০ হাজার ৩৫৪ কোটি টাকা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!