নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে এ এম এম নাসির উদ্দিন কমিশন। এসব পর্যবেক্ষক সংস্থাকে আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বিষয়ে নতুন নীতিমালা জারি হয়েছে। এ কারণে আগের নীতিমালার অধীন নিবন্ধিত ওই সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হয়েছে। আগামীতে নতুন নীতিমালা অনুযায়ী পুনরায় পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন দেওয়া হবে। সেই লক্ষ্যে খুব শিগগিরই পুনরায় পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন দিতে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন আয়োজনকারী সংস্থা।
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু করে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রথমবার ইসির নিবন্ধন পায় ১৩৮টি সংস্থা। আর দেশি পর্যবেক্ষক ছিলেন ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৪ সালে ভোটের মাঠে ছিলেন ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি দেশি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক সারা দেশে ভোটের মাঠ পর্যবেক্ষণ করেন।
আপনার মতামত লিখুন :