মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় তিন যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। চোরাকারবারি সন্দেহে গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
আটক ব্যক্তিরা হলেন সোহাগ মিয়া (২৩), মাসুক রহমান মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২)। তারা শরীফপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
আটক যুবকদের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সোহাগ, মাসুক ও সিপার আহমদ মাছ শিকার করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যায়।
মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে আমার ভাইসহ তিনজনকে আটক করে নিয়ে যায়। আমরা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ক্যাম্পে জানিয়েছি। তারা বলেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া বলেন, ‘আমি শুনেছি রাতে তারা মাছ শিকার করতে গিয়েছিলেন। পরে তাদের বিএসএফ এসে ধরে নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়ার মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :