রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় সিয়াম সরকার নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতালের সমর্থনে রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কোনো বাস পোড়ানো হয়নি বলেও জানিয়েছে ডিএমপি। এ-সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যা মিথ্যা বলে দাবি করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়। গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সিয়ামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সহযোগী রাফসান পালিয়ে যান। তিনিও একই সংগঠন করেন।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাশকতার উদ্দেশ্যে এই দুই যুবক যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় সিয়ামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক রাফসানকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ছাড়া গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোসংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। মূলত ওই ভিডিও দুটি অনেক পুরোনো এবং কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে আজকের ভিডিও বলে প্রচার করেছে। এসব জায়গায় এ রকম কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, মানুষের মনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এসব পুরোনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। যেকোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকা- প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। কুচক্রী মহল কর্তৃক এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীদের অনুরোধ জানায় ডিএমপি।