নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটি অংশ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ মানবিক বিভাগের ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত এবং ঘটনা তদন্তে তিন সদস্যর কমিটি গঠন করে।
জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ কলেজে রাজনৈতিক চর্চা নিষিদ্ধ। কিন্তু একই দিনে এইচএসসি পরীক্ষা থাকায় বিএনপির নেতারা কলেজ মাঠকে কর্মসূচির স্থান হিসেবে ব্যবহার করেন। কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ সেøাগান দিলে উপস্থিত নেতাকর্মী ও ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেয়।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, ‘আমাদের কলেজে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের অনুমতি নেই। শিক্ষার্থীদের কাছ থেকে রাজনৈতিক স্লোগান আসায় কলেজের শৃঙ্খলা নষ্ট হয়েছে। তাই প্রাথমিকভাবে অভিযুক্ত ১০ শিক্ষার্থীকে সাময়িকভাবে ক্লাস বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের আগামী শনিবার অভিভাবকসহ কলেজে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচির সময় দলীয় নেতাকর্মী ছাড়াও বাইরের কয়েকজন বখাটে যুবক কলেজে প্রবেশ করে। তারা কলেজের নারী শিক্ষার্থীদের প্রতি আপত্তিকর মন্তব্য করলে ছাত্ররা প্রতিবাদ জানায়। একপর্যায়ে বাগবিত-া ও ধাক্কাধাক্কির মধ্যে কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ সেøাগান দেয়। এতে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে সেখানে রাজনৈতিক কর্মসূচির আয়োজন প্রশ্নবিদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের আগে প্রশাসনের অনুমতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন ছিল।