ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০২:১৪ এএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে আজ শনিবার সকালে ওপেন হার্ট অপারেশন হবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের।

শুক্রবার বিকেলে মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এ সময় তিনি বলেন, আমিরের হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ায় পারিবারিক ও দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে ওই সময় অসুবিধা না দেখা গেলেও পরবর্তী সময়ে ৩০ জুলাই পরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা বিদেশে নেওয়ার পরামর্শ দিলেও দেশের কথা ভেবে বাংলাদেশেই চিকিৎসা নিতে চেয়েছেন তিনি।

আজ শনিবার হাসপাতালে ভিড় না করে ঘরে বসেই সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন জামায়াতের এই সেক্রেটারি জেনারেল।