ঢাকার ধানমন্ডি বয়েজ স্কুলের সামনে ‘সরকারবিরোধী মিছিলের’ অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই তিনজন হলেনÑ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল গণি কৌশিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এরশাদুর রহমান রিফাত।
এর আগে রাজধানীর হাতিরপুল পুকুরপাড় থেকে গত সোমবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের এসআই গোলাম সারোয়ার। শেরেবাংলা নগর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ মে বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী ধানমন্ডি বয়েজ স্কুলের সামনে থেকে শুক্রাবাদ বাসস্ট্যান্ডের দিকে অবৈধ মিছিল করেন। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকা- গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেন। মিছিলের ওই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
আপনার মতামত লিখুন :