চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
গতকাল সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী। তারা সীতাকু- থেকে পিকআপযোগে ফিশারি ঘাটে মাছ আনতে যাচ্ছিলেন।
নিহতরা হলেনÑ আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (৩২) ও মো. সোহাগ (৩২)। আহতদের মধ্যে আছেনÑ সৈকত দাশ, অগ্নি দাশ, কোকিল দাশ, দীপু দাশ ও অজ্ঞাত একজন। এরা সবাই মাছ ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পিকআপ ভ্যানটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হন এবং আহত হন আরও পাঁচজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আরও জানায়, নিহতরা সবাই মাছ ব্যবসায়ী। তারা ফিশারি ঘাটে মাছ আনতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় পড়া পিকআপ ভ্যানে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। উদ্ধারকাজ শেষ করে মরদেহ পুলিশি হেফাজতে হস্তান্তর করা হয়েছে।