ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

বাসর রাতে গণধর্ষণের  শিকার নববধূ 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৫২ এএম
নববধূ 

*** স্বামীসহ আটক ৭

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। এ ঘটনায় জড়িত স্বামীসহ ৭ জনকে গ্রেপ্তার করে সাঘাটা থানা পুলিশ। অন্যদিকে গুরুতর অসুস্থ গণধর্ষণের শিকার নববধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষিতার স্বজনরা জানায়, গত বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগদরি গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের মেয়ের সাথে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের বাসিন্দা আশিফ মিয়ার বিয়ে হয়। বিয়ে শেষে বৃহস্পতিবার রাতে নববধূকে নিয়ে আসিফ বাড়িতে আসেন। তারপর রাতভর স্বামী আসিফসহ তার ৭ বন্ধু মিলে নববধূকে ধর্ষণ করে। পরদিন শুক্রবার নববধূকে নিয়ে স্বামীসহ তার বন্ধুরা গোবিন্দগঞ্জে ভাগগরিব গ্রামে তার শ্বশুর নাজিম উদ্দিনের বাড়িতে যায়। এ সময় নববধূ অসুস্থ হয়ে পড়ে এবং তার মা ও বাবাকে গণধর্ষণের ঘটনা খুলে বলে। পরে অসুস্থ নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফাহাদ আল আসাদ জানান, গত শুক্রবার দুপুর ২টার দিকে ওই মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসেন দুই নারী। ভিকটিমের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। পরে স্থানীয় ও নববধূর স্বজনরা বরসহ বন্ধুদের আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- স্বামী আসিফ, মাহিদ বাবু, মানিক (১), মিশন, মানিক (২)সহ সাতজনকে সাঘাটা থানায় আনা হয়েছে। তাদের মধ্যে ২ জনের নাম জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামে।

এ ব্যাপারে সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, আটককৃতদের গোবিন্দগঞ্জ থানা থেকে গাইবান্ধার সাঘাটা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। প্রকৃত ঘটনা কী তা তদন্ত শেষে জানা যাবে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে প্রকৃত অপরাধীদের পরিচয় জানানো হবে।