ভোলা সদর উপজেলা মসজিদের খতিব মাদ্রাসাশিক্ষক নোমানীকে নিজ বসতঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আমিনুল হক নোমানী (৪০)। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পশ্চিম বাপ্তা এলাকার মো. এনামুল হকের ছেলে এবং তিনি ভোলা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব।
গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে তার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বাপ্তা এলাকার তার বসতঘরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নোমানী তার স্ত্রী-সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। গত শনিবার রাতে তিনি তার বসতঘরে একা ছিলেন। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে তার বসতঘর থেকে বাঁচাও বাঁচাও শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা। পরে তাকে রক্তাক্ত আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম বলেন, তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান। তাকে চিকিৎসা দেওয়ার সময় পাননি চিকিৎসক।