ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার সাদিক কায়েমের

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:৪৮ এএম
ভিপি প্রার্থী সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ও সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন, ‘স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পূর্ব পর্যন্ত আমরা থামবো না।’

রোববার (৭ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অঙ্গীকার করেন।

স্ট্যাটাসে সাদিক কায়েম লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ। ক্যাম্পাস জীবনের শুরু থেকে আপনাদের সঙ্গে থেকে বেড়ে উঠেছি। জুলাই বিপ্লব থেকে শুরু করে ডাকসুর এ সময়গুলোতে আমরা নিয়মিত আপনাদের কাছে যাওয়ার, কথা শোনার এবং আপনাদের দাবি-দাওয়া তুলে ধরার চেষ্টা করেছি।’

তিনি আরও জানান, ‘আমাদের ইচ্ছা ছিলো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছে সরাসরি পৌঁছানো। অনেক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারলেও নানা সীমাবদ্ধতার কারণে সবার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি। প্রচারণায় যদি কোনো দুর্বলতা বা ভুল থেকে থাকে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। একই সঙ্গে আপনাদের দেওয়া পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সবশেষে তিনি লিখেন, ‘প্রাণপ্রিয় শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ, দীর্ঘ জুলুম-শোষণ অতিক্রম করে আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের পথচলা এখানেই শেষ নয়। এই ক্যাম্পাস আমাদের কাছে এক মহামূল্যবান আমানত। কথা দিচ্ছি, স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার আগ পর্যন্ত আমরা থামবো না।’