ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে  কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৪২ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় মানিক মিয়া (৬৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার উত্তর বাখরনগরের জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে রায়পুরা থানার পুলিশ আড়িয়াল খাঁ নদের পাড়সংলগ্ন সড়ক থেকে তার লাশ উদ্ধার করে। মানিক মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

নিহতের স্বজনরা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া জঙ্গি শিবপুর বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আড়িয়াল খাঁ নদীর পাড়ে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েক দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।  

নিহতের চাচাত ভাই আরিফ মিয়া বলেন, মানিক মিয়া প্রতিদিন রাত ৯টার মধ্যে দোকান থেকে বাড়ি চলে আসতেন। গতকাল রাত ১০টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরেননি। তার মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি। পরে রাত দেড়টার সময় রাস্তায় গিয়ে দেখি মানিক মিয়ার গলাকাটা লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলার পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চলাইট ও কিছু টাকা পাওয়া গেছে, তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার কারণ সম্পর্কে এখনো কোনোকিছু জানা যায়নি। 

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, এখনো পর্যন্ত ঘটনার কারণ জানা যায়নি। তদন্তকাজ অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।