নরসিংদীর রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় মানিক মিয়া (৬৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে আড়িয়াল খাঁ নদীর পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মানিক মিয়া বাজার থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা পালিয়ে যায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, নিহতের গলার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চলাইট ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে, তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র পাওয়া যায়নি। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত কাজ চলছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।