চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্যানসার সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক উদ্যোগের লক্ষ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পল্লীমঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ মিলনায়তনে ইউনেস্কোর সহযোগিতায় ডাইসিন গ্রুপ এই সেমিনারের আয়োজন করে। ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে সেমিনারে ক্যানসার সচেতনতা সম্পর্কিত বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ডা. মুশতাক ইবনে আইয়ুব, প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন এবং প্রভাষক কানিজ ফাতেমা। বক্তারা বলেন, ক্যানসার কোনো অপ্রতিরোধযোগ্য রোগ নয়। সচেতন থাকলে তা সময়মতো চিহ্নিত ও প্রতিরোধ করা সম্ভব। ডাইসিন গ্রুপের লক্ষ্য দেশব্যাপী ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা। সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী এবং ডাইসিন গ্রুপের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।