ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ইলেকট্রিশিয়ানের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:৩৪ এএম

টাঙ্গাইলের সখীপুরে ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পর্শে সোহেল রানা (২৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুনিরচালা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল ওই ইউনিয়নের ছোটচওনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং অটোচালকও ছিলেন। তার বড় ভাই খলিল মিয়া জানান, সোহেল খুনিরচালা গ্রামের শামছুল মিয়ার বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। ট্রান্সফর্মার থেকে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃর্শে তিনি আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, ‘সোহেল কেবল বিয়ে করেছিলেন, কোনো সন্তান ছিল না। তিনি খুব ভালো মানুষ ছিলেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া।